Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৩ জুলাই, ২০১৬ ১৬:৩৩
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ১৬:৩৫
ওয়েস্ট ইন্ডিজেও আনুশকাকে পাশে পাচ্ছেন কোহলি
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজেও আনুশকাকে পাশে পাচ্ছেন কোহলি

ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির নেতৃত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২১ জুলাই থেকে। ভারতীয় উপমহাদেশের বাইরে এই প্রথম কোনো ট্যুরে দেশটির টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন কোহলি। ফলে কোহলির জন্য এই ট্যুর বিশেষ তাৎপর্য বহন করে।   তাই টিম ইন্ডিয়ার ক্যারিবীয় ট্যুরে প্রেমিক কোহলির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। এ সফরে পাশে থেকে প্রেমিককে অনপ্রেরণা দিতে আনুশকা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বলে 'মুম্বাই মিরর' তাদের এক প্রতিবেদনে জানায়।

এন্টিগুয়ায় ২১ জুলাই থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্টের জন্য টিম ইন্ডিয়া ইতোমধ্যে সেখানে পৌঁছে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে।

খবরে বলা হয়, ৩ আগস্ট ক্যারিবীয়দের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হবে। আর এরপরই মূলত আনুশকা ক্যারিবীয় এই দেশটিতে পৌঁছবেন। শুধু বিরাট কোহলি নয়, টিম ইন্ডিয়ার আরো কয়েকজন খেলোয়াড়ও তাদের স্ত্রীদের এই ট্যুরে পাশে পাচ্ছেন। এর মধ্যে আছেন আজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা ও স্টুয়ার্ট বিনি। খবর ইন্ডিয়া টুডে'র


বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ
 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow