Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ২২ জুলাই, ২০১৬ ১১:১৩
ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট সিরিজ
কোহলির সেঞ্চুরিতে প্রথম দিনে ভারতের সংগ্রহ ৩০২/৪
অনলাইন ডেস্ক
কোহলির সেঞ্চুরিতে প্রথম দিনে ভারতের সংগ্রহ ৩০২/৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের অ্যান্টিগুয়ায় চলমান প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৩০২ রান তুলেছে। অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ১৪৩ রান এ সংগ্রহের পেছনে বড় ভূমিকা রাখে। এছাড়া ওপেনার শিখর ধাওয়ান ৮৪ রান করেন। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২২ রান নিয়ে কোহলির সঙ্গে আছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশু ৩টি উইকেট ও গ্যাব্রিয়েল ১টি উইকেট নিয়েছেন।

অ্যান্টিগুয়ায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। চার এ সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রথম দিন শেষেই প্রমাণিত হয়েছে। ভারতীয় উপমহাদেশের বাইরে এই প্রথম টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিচ্ছেন কোহলি। আর শুরুতেই নিজের জাত চেনালেন তিনি। টেস্টে এটা তার ১২তম সেঞ্চুরি।

উল্লেখ্য, চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ জুলাই থেকে জ্যামেইকায় শুরু হবে।


বিডি-প্রতিদিন/২২ জুলাই ২০১৬/শরীফ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow