Bangladesh Pratidin

প্রকাশ : ২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৪
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৯
পেস বোলিং কোচ ওয়ালশ আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
পেস বোলিং কোচ ওয়ালশ আসছেন শনিবার

নতুন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ শনিবার রাতে ঢাকায় আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেন, শনিবার রাতেই সে (কোর্টনি ওয়ালশ) ঢাকা চলে আসবে বলে আশা করছি। সে আমাদের পেস বোলিংয়ের জন্য বিরাট সংযোজন। সবার কাছে সে মেন্টর হিসেবে পরিচিত। কোচ হিসেবে ওয়ালশ যতটুকু সফল তার চেয়ে বেশি কৌশলগতভাবে সফল। কারণ সে জানে কি করতে হবে। এখন আমাদের ছেলেদের সে কতটুকু দিতে পারবে, এটা সময়ই বলবে।
 
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ৫১৯টি উইকেট নিয়েছেন কোর্টনি ওয়ালশ, যা এক সময় ছিল বিশ্বরেকর্ড। ক্যারিবীয়দের হয়ে এখনও কোর্টনি ওয়ালশ টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি। ওয়ানডেতে ২০৫ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়কের উইকেট সংখ্যা ২২৭টি।


বিডি প্রতিদিন/০১ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow