Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩০
আপডেট :
রুমানার হ্যাটট্রিকে সিরিজ জয় বাংলাদেশের
অনলাইন ডেস্ক
রুমানার হ্যাটট্রিকে সিরিজ জয় বাংলাদেশের

লেগ-স্পিনার রুমানা আহমেদের হ্যাটট্রিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। শনিবার বেলফাস্টে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আইরিশদের ১০ রানে হারায় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো জাহানারার দল। সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো।

আগেই সূচিতে ছিলো দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড মহিলা দল। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে, দু’দলের সম্মতিতে সূচির বাইরে তৃতীয় ম্যাচটি আয়োজন করা হয়। আর সেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

৪০ দশমিক ১ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সানজিদা ইসলাম ৩৩, অধিনায়ক জাহানারা আলম ১৪ ও রিতু মনি ১৩ রান করেন। আয়ারল্যান্ডের এমি কেনিলি ৪ উইকেট নেন।

জবাবে ৪ উইকেটে ৮৪ রানে পৌঁছে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো আয়ারল্যান্ড। তবে স্বাগতিকদের সেই স্বপ্নে পানি ঢেলে দেন রুমানা। বল হাতে পর পর তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে ৩৭ দশমিক ৫ বলে ৯৬ রানে অলআউট হয়ে যায় আায়ারল্যান্ড।

ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্টিক করলেন রুমানা। আর ওয়ানডে ইতিহাসে এটি নবম হ্যাটট্টিক।
২০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ ও সিরিজ জয়ের মূখ্য ভূমিকা রাখেন রুমানা। তাই ম্যাচ সেরা পুরস্কার পান তিনি। এর আগে দুই ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow