Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪২
আগ্নেয়াস্ত্র রাখায় মেসির ভাইকে অদ্ভুত শাস্তি!
অনলাইন ডেস্ক
আগ্নেয়াস্ত্র রাখায় মেসির ভাইকে অদ্ভুত শাস্তি!

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসিকে অদ্ভুত এক শাস্তি দেয়া হয়েছে। রোসারিওর স্থানীয় একটি দলের কোচ হিসেবে এক বছর কাজ করতে হবে তাকে!

গত বছর অবৈধভাগে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হন মাতিয়াস।

অভিযোগ গুরুতর হলেও সমাজসেবামূলক কাজ করা ‘শাস্তি’ দিয়েছেন বিচারক। রায় অনুযায়ী ৩৪ বছর বয়সী মাতিয়াসকে সপ্তাহে চার ঘণ্টা রোসারিওর একটি দলকে কোচিং করাতে হবে।

শাস্তির অংশ হিসেবে এ সময়ে ড্রাগ ও অ্যালকোহলের অপব্যবহার থেকেও দূরে থাকতে হবে মাতিয়াসকে। ৮ হাজার পেসো জরিমানাও দিতে হবে তাকে। শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ঠিকানাও বদল করতে পারবেন না মেসির বড় ভাই।

বিডি প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow