Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৩
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৯
ওয়ানডেতে বিশ্রামে রুট
অনলাইন ডেস্ক
ওয়ানডেতে বিশ্রামে রুট

বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে টেস্ট দলে থাকলেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান জো রুটকে। সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন এই রুটই।

বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নেওয়ায় ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানের জায়গায় বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার।

টেস্টর মতো ওয়ানডে দলেও আছেন অভিষেকের অপেক্ষায় আছেন ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে ওয়ানডেতে ৯৯ গড়ে রান করা বেন ডাকেট। সফরে না আসার সিদ্ধান্ত নেওয়া অ্যালেক্স হেলসের জায়গায় অভিষেক হতে পারে তার।    

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ৭ অক্টোবর।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি ব্রেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow