Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৭
আপডেট :
ভারত সফর থেকে ছিটকে গেলেন সাউদি
অনলাইন ডেস্ক
ভারত সফর থেকে ছিটকে গেলেন সাউদি

ইনজুরির কবলে পড়ে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের তারকা ফাস্ট বোলার টিম সাউদি। তার জায়গায় দলে ডাকা হয়েছে ম্যাট হেনরিকে।

অনুশীলন চলাকালে গোঁড়ালির ইনজুরিতে পড়লে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন সাউদি। ইতোমধ্যেই তাকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে টেস্ট ম্যাচ শেষে ওয়ানডে সিরিজে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

কোচ মাইক হেসন বলেছেন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সাউদিকে অন্তত সাত থেকে দশদিনের বিশ্রামে রাখা। ম্যাট হেনরিকে আমরা সাউদির পরিবর্তে দলে নিয়েছি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট শুরুর আগেই হেনরি দলের সাথে যোগ দিবেন।

টেস্ট সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড বর্তমানে মুম্বাইয়ের সাথে অনুশীলন ম্যাচ খেলছে।

বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow