২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৬

মেসির বিকল্প হিসেবে কাকে ভাবছে বার্সেলোনা!

অনলাইন ডেস্ক

মেসির বিকল্প হিসেবে কাকে ভাবছে বার্সেলোনা!

লিওনেল মেসি

আগামীকাল শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচ দিয়েই মেসিহীন সেই যাত্রা শুরু করছে বার্সা। ক্লাবটির আক্রমণভাগে নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে অবশ্যই আরও একজনকে দরকার হবে ক্লাবটির। কিন্তু মেসির বিকল্প হিসেবে কে মাঠে নামতে যাচ্ছেন সেটি এখনও অজানা। এতে অবশ্যই কোন সন্দেহ নেই যে, মেসির অভাব পূরণ করা সম্ভব নয়। তবে মেসির অনুপস্থিতিতে কাকে দেখা যেতে পারে বার্সার একাদশে সবাই অনেক বেশি আগ্রহী।

ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি এ খবর সবারই জানা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। চোট এতটাই গুরুতর যে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে বার্সেলোনার এই তারকাকে। তাই আপাতত মেসিকে ছাড়াই এগিয়ে যেতে হবে তাদেরকে। 

স্প্যানিশ মিডিয়ার খবর, গিজনের বিপক্ষে বার্সার একাদশে নেইমার-সুয়ারেজের সঙ্গে নামবেন আরদা তুরান। মাঝমাঠকে আরও বেশি শক্তিশালী করতে ইভান রাকিটিচ, সার্জিও রবাতো ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে থাকছেন ডেনিস সুয়ারেজ। চলতি মৌসুমে কাতালানস ক্লাবটিতে যোগ দিয়ে মেসিদের সঙ্গে ৪টি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

গিজনের বিপক্ষে বার্সার সম্ভাব্য একাদশ : টার স্টেগান, জেরার্ড পিকে, হ্যাভিয়ের মাসচেরানো, জর্দি আলবা, ভান রাকিটিচ, সার্জিও রবাতো, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেনিস সুয়ারেজ, আরদা তুরান, লুইস সুয়ারেজ ও নেইমার।


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর