২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৯

তিন ফরমেটেই সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছেন সাকিব

অনলাইন ডেস্ক

তিন ফরমেটেই সর্বোচ্চ উইকেট শিকারি হচ্ছেন সাকিব

খুব শিগগির ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি হতে যাচ্ছেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। বিশ্বের আর কোনো ক্রিকেটারের এমন রেকর্ড নেই। তাই বলা যায়, বিরল এক রেকর্ডের দ্বারপ্রান্তে বিশ্বসেরা এই অলরাউন্ডার । 

আগামীকাল শুরু হচ্ছে আফগানিস্তানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। সিরিজটিতে এক উইকেট পেলেই সাকিব ছুঁয়ে ফেলবেন দেশের সর্বোচ্চ উইকেট শিকারী আব্দুর রাজ্জাককে। দুই উইকেট পেলে রেকর্ডের চূড়ায় উঠে যাবেন সাকিব।  
 
ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা এখন ২০৬টি। রাজ্জাকের উইকেট ২০৭টি। টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ১৪৭টি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ রফিক (১০০টি)। তৃতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা (৭৮ উইকেট)।

টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের উইকেট সংখ্যা ৬৫। তার পরে রয়েছেন আব্দুর রাজ্জাক (৪৪)। এরপর আছেন আল-আমিন হোসেন (৩৯ উইকেট), মাশরাফি বিন মুর্তজা (৩৮ উইকেট) ও মুস্তাফিজুর রহমান (২২ উইকেট)।

 

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর