২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৭

ইতিহাস গড়লেন তামিম

অনলাইন ডেস্ক

ইতিহাস গড়লেন তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান করে ইতিহাস গড়লেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ১৫ রান সংগ্রহের মাধ্যমে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।

ওপেনিংয়ে নেমে তামিম বেশ সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন। ৮ ওভার শেষে তামিমের ব্যক্তিগত রান ২৩ বলে ২১। উদ্বোধনী সঙ্গী সৌম্য সরকারকে (০) হারালেও বিচলতি হননি তামিম।

এদিন, ইতিহাসের পাতায় ঢুকতে তামিমের দরকার ছিল ১৫ রান। দৌলত জাদরানের বলকে বাউন্ডারি বানিয়ে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।

টেস্টে তামিম ইকবালের রান ৩১১৮। ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭৩৪। আর টি-টোয়েন্টিতে ১১৫৪ রান মিলিয়ে তামিমের মোট আন্তর্জাতিক রান ৯ হাজার।

তামিমের পর ৮৩২৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ৭২৭৩। এরপর আছেন মোহাম্মদ আশরাফুল (৬৬৫৫) ও হাবিবুল বাশার (৫১৯৪)।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর