২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৬

সাকিবের অনন্য রেকর্ড

অনলাইন ডেস্ক

সাকিবের অনন্য রেকর্ড

আগেই টেস্ট ও টি-টোয়েন্টিতে দেশের শীর্ষ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। এবার ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট পাওয়া আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে গেছেন বিশ্ব সেরা অলারাউন্ডার সাকিব আল হাসান। রবিবার মিরপুরে আফগান ব্যাটসম্যান রহমত শাহকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ক্রিকেটের তিন ফরম্যাটে দেশের হয়ে শীর্ষ বোলারের খাতায় নাম লেখান তিনি।

ক্রিকেট ইতিহাসে দেশের হয়ে এখন পর্যন্ত কোনো বোলার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে শীর্ষ উইকেট শিকারি হতে পারেননি। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল সাকিব। রহমতকে আউট করার মধ্য দিয়ে বাংলাদেশের তিন সংস্করণেই তিনি শীর্ষ উইকেট শিকারি বোলার।

২০৬ নিয়ে আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডেতে মাঠে নাম সাকিবের উইকেট সংখ্যা এখন ২০৮টি। অন্যদিকে দীর্ঘদিন ওয়ানডেতে শীর্ষ উইকেট শিকারি বোলার আবদুর রাজ্জাকের উইকেট ২০৭টি। টেস্টে সাকিবের উইকেট সংখ্যা ১৪৭টি। এই ফরম্যাটে ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ রফিক। টি-টোয়েন্টিতে ৬৫ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব। ৪৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আবদুর রাজ্জাক।

বাংলাদেশ ছাড়া বাকি ৯ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সাত দেশের ৭ জন বোলার আছেন যারা, ওয়ানডে এবং টেস্ট- এই দুই ফরম্যাটে তাদের দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। তারা হলেন, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, ভারতের অনিল কুম্বলে, পাকিস্তানের ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক, শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস এবং জিম্বাবুয়ের হিথ স্ট্রিক।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর