২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৩
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

চাইনিজ তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

চাইনিজ তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে চাইনিজ তাইপেকে ৬-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে সেমিফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। একই মাঠে বিকেল তিনটায় শুরু হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। শিরোপা লড়াইয়ে ভারত নাকি পাকিস্তান প্রতিপক্ষ হবে সেটাই শুধু অপেক্ষা। 

ঢাকায় ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ক্রিকেট এখন জনপ্রিয়তার তুঙ্গে। তাই এ অবস্থায় হকির যুব আসর জমবে কিনা এই নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রথম ম্যাচে ফেবারিট ভারতকে হারানোর পর হকিতেও চোখ পড়ে যায় ক্রীড়ামোদীদের। আন্তর্জাতিক পর্যায়ে হকির অবস্থান ততটা ভালো নয়। কিন্তু যুবাদের পারফরম্যান্স দেখে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপও জমে উঠেছে। 

 


বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর