৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৩৮

দর্শকদের তীব্র সমালোচনার মুখে কোহলি

অনলাইন ডেস্ক

দর্শকদের তীব্র সমালোচনার মুখে কোহলি

কলকাতা টেস্টের আগের তিন ইনিংসে যথাক্রমে ২৬, ১ ও ২৭ রান করেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। তার এই বাজে পার্ফরমেন্সের জন্য ভারতীয় দলে ধাওয়ানের জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। সর্বশেষ ১২ ইনিংসে মাত্র একটি ফিফটি করার পরও কলকাতা টেস্টে জায়গা পান তিনি। কলকাতা টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হন এই ভারতীয় ওপেনার। ১০ বল খেলে মাত্র ১ রান করে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আবার ডাক পান গৌতম গাম্ভীর। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের অফ-ফর্মের সুবাদে দুই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া গৌতম গম্ভীর কলকাতা টেস্টে মাঠে নামবেন বলেই ধারনা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত গম্ভীরকে নয়; ধাওয়ানকেই বেছে নেয়া হয়। যে কারণে সমালোচনার মুখে পড়লেন কোহলি। ভারতীয় সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়ক কোহলিকেই দোষারোপ করছেন

ভারতের পেসার আশিষ নেহরার নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে কোহলিকে উদ্দেশ্য করে বলা হয়, ‘গৌতম গম্ভীরের জায়গায় শিখর ধাওয়ানকে বেছে নেয়া মানে হল মধুচন্দ্রিমার জন্য সুইজারল্যান্ডের পরিবর্তে বাংলাদেশকে বেছে নেয়া।’

সানি নামের এক টুইটার ব্যবহারকারী সরাসরি কোহলিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লেখেন, ‘মিস্টার কোহলি, গম্ভীরের সঙ্গে মাইন্ড গেম খেলছেন। গম্ভীর ইতোমধ্যেই দেশবাসীর কাছে নিজেকে প্রমাণ করেছেন। সে আইপিএলে (কলকাতার) অধিনায়কও।’

 

বিডি-প্রতিদিন/৩০সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর