১ অক্টোবর, ২০১৬ ১১:২৭

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে পরাজিত করেছে। বৃষ্টি না হলেও আলোর স্বল্পতার জন্য ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তান ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবয়ানদের। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান। ওয়ানডেতেও জয়ের সে ধারা অব্যাহত রেখেসে পাকিস্তান ক্রিকেট দল।

নিরপেক্ষ ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট করতে নেমে বেশ ভালোভাবেই দেখে-শুনে খেলতে থাকে পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরি (১২০) এবং শারজিল খানের হাফ সেঞ্চুরির (৫৪) সৌজন্যে ৪৯ ওভারে নয় উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ২৮৪ রান করলেও ডার্ক লুইস পদ্ধতির জন্য সেই টার্গেট দাঁড়ায় ২৮৭ তে।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৮.৪ ওভারে ১৭৫ রান তুলতেই অলআউট। সর্বোচ্চ ৪৬ রান করেন মারলন স্যামুয়েলস। ২০ রান করেন জনসন চার্লস। ২৩ রান করেন সুনিল নারিন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ ৪২ রানে নেন ৪ উইকেট। হাসান আলি ১৪ রানে নেন ৩ উইকেট। ফলে ১১১ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করলো পাকিস্তান।

সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেওয়ার কারণে ম্যাচসেরার পুরস্কার জিতেন পাকিস্তানের বাবর আজম।


বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৬/তাফসীর

সর্বশেষ খবর