১ অক্টোবর, ২০১৬ ১৩:৫০

'দল হিসেবে বাংলাদেশ হবে কঠিন প্রতিপক্ষ'

অনলাইন ডেস্ক

'দল হিসেবে বাংলাদেশ হবে কঠিন প্রতিপক্ষ'

প্রথম থেকেই শঙ্কা ছিল ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে। নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন অধিনায়ক ইয়ান মরগ্যান এবং ওপেনার এলেক্স হেলস। অবশেষে সব জ্বল্পনা-কল্পনা্র অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর এ সিরিজে নিজেদের ফেভারিট মনে করছেন না ইংল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ হবে তা সহজেই মেনে নিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার।

দ্বিপক্ষীয় এই সিরিজ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বাটলার বলেন, 'সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়েছে। ওই কন্ডিশনে খেলা দল হিসেবে আমাদের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। তবে আশা করছি দারুণ একটি সফর হবে'।  

গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেও ওয়ানডেতে এবারই প্রথম তিনি দলের নেতৃত্ব পেলেন। এ নিয়ে তিনি বলেন, `আমি চেষ্টা করব নিজের মতোই থাকতে। অধিনায়ক হিসেবে আমি যেমন নই, তেমন কেউ হওয়ার চেষ্টা করব না।`


বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর