১ অক্টোবর, ২০১৬ ১৫:২৩

রংপুর রাইডার্সের মালিকানা সোহানা স্পোর্টসের

অনলাইন ডেস্ক

রংপুর রাইডার্সের মালিকানা সোহানা স্পোর্টসের

বিপিএলের চতুর্থ আসরকে সামনে রেখে মালিকানা বদল হয়েছে রংপুর রাইডার্সের। আগের স্বত্বাধিকারী আই স্পোর্টস থেকে এবার মালিকানা কিনে নিয়েছে সোহানা স্পোর্টস লিমিটেড। এ ব্যাপারে বিসিবির সাথে সব ধরনের দফতরিক কাজ সম্পন্ন করেছে সোহানা স্পোর্টস। 

নতুন মালিকানার পাশাপাশি পরিবর্তন আসছে দলটির ব্যবস্থাপনায়। রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন সোহানা গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। টিম ম্যানেজার হিসেবে আছেন সাবেক জাতীয় দলের সানোয়ার হোসেন, কোচ হিসেবে আছেন জাভেদ ওমর, অপারেশন ম্যানেজার সৈয়দ ইয়াসির আলম, লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান এবং মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন নিপু বড়ুয়া। 

রংপুরের আইকন প্লেয়ার হিসেবে থাকবেন সৌম্য সরকার। এছাড়া শহিদ আফ্রিদিসহ হাইপ্রোফাইল বিদেশী প্লেয়ার তালিকায় আছেন। ৪ নভেম্বর থেকে ৭ দলের অংশগ্রহণে শুরু হবে বিপিএলের চতুর্থ আসর।

 

বিডি প্রতিদিন/১ অক্টোবর, ২০১৬/ফারজানা  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর