১ অক্টোবর, ২০১৬ ১৭:০৩

দলকে ভালো অবস্থানে রেখে ফিরলেন সাব্বির

অনলাইন ডেস্ক

দলকে ভালো অবস্থানে রেখে ফিরলেন সাব্বির

শুরুতেই সৌম্য সরকারের বিদায়ে চাপে পড়া বাংলাদেশকে ভালো অবস্থানে রেখে সাজঘরে ফিরলেন সাব্বির রহমান। তিন নম্বরে নেমে তামিম ইকবালের সঙ্গে ১৪০ রানের জুটি গড়ে ফিরলেন তিনি।

আউট হওয়ার আগ পর্যন্ত আফগানদের বিপক্ষে বেশ সাবলিল ব্যাটিং করে তিনটি ছয় ও ছয়টি বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা ৬৫ রানের ইনিংস খেলেন সাব্বির রহমান। রহমত শাহর বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে আউট হওয়া এই ব্যাটসম্যানের ওয়ানডেতে আগের সেরা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৫৭।


সাব্বিরের বিদায়ের পর তামিমের সঙ্গে জুটি বেধেছেন সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ইকবাল ১০০ ও সাকিব আল হাসান ১০ রানে ব্যাট করছেন।

এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

দুই দলের সামনেই আজ সিরিজ জয়ের হাতছানি। তিন ম্যাচের সিরিজে রয়েছে ১-১ সমতা। টানা ষষ্ঠ সিরিজ এবং ওয়ানডেতে নিজেদের শততম জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। অন্যদিকে আফগানদের সামনে রয়েছে বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি।

বিডি প্রতিদিন/ ০১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

সর্বশেষ খবর