Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২ অক্টোবর, ২০১৬ ০০:৩৬
ম্যাচ ও সিরিজ সেরা তামিম
অনলাইন ডেস্ক
ম্যাচ ও সিরিজ সেরা তামিম

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮০ রানের এক মূল্যবান ইনিংস খেলার পর শেষ ম্যাচেও হেসেছে তামিম ইকবালের ব্যাট। তৃতীয় ম্যাচে তো ১১৮ রানের অনবদ্য ইনিংসটিই বাংলাদেশের বড় জয় পথ গড়ে দিয়েছে। ফলে অঘোষিত ফাইনালে ম্যাচ সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে বাংলাদেশি এই ড্যাশিং ওপেনারের হাতে।

সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৮০ ও ২০ রান করেন তিনি। আর শেষ ম্যাচে ১১৮ রানের সুবাদে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ২১৮ রান তামিমের।

প্রসঙ্গত, গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তামিম। এরপর ১২ ইনিংস শেষে একদিনের ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের ওপেনার।

বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow