Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২ অক্টোবর, ২০১৬ ২০:২২
আপডেট :
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের ব্যাপারে আশাবাদী বাটলার
অনলাইন ডেস্ক
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের ব্যাপারে আশাবাদী বাটলার

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্য চলতি ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করেছেন ভারপ্রাপ্ত ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ঢাকার আসার জন্য কম নাটক করেনি ইংলিশরা। তবে শেষ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ছাড়া বাকি সবাই বাংলাদেশ সফরে এসেছেন। গত শুক্রবার রাতে ঢাকায় আসার পর শনিবার বিশ্রামে, সাঁতার কেটে, গলফ খেলে সময় কাটিয়েছে ইংলিশরা। আজ থেকে শুরু করেছেন অনুশীলন।

রবিবার এক সংবাদ সম্মেলনে বাটলার বলেন, আজ থেকে আমরা অনুশীলন শুরু করছি এবং শুধু ক্রিকেট নিয়েই ভাবছি। অন্য ব্যাপারগুলো আড়ালে চলে যাবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। ”

২৬ বছর বয়সী বাটলার বলেন, “উপমহাদেশে সফরের ক্ষেত্রে নিরাপত্তা সবসময়ই দারুণ। এখানে আমাদের দেখভাল সবসময়ই খুব ভালো হয়। অবশ্যই নিরাপত্তা প্রচুর, তবে সেটি সফর ভালোভাবে এগিয়ে নেওয়ার অবিচ্ছেদ্য অংশ। ”

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি নিজেদের মাটিতে বাংলাদেশ ভালো খেলছে। আমাদের প্রস্তুত হয়ে উঠতে হবে। আমরা চাই শুধু ক্রিকেট খেলতে। ক্রিকেট শুরু হলে, ক্রিকেটীয় দিক নিয়ে আলোচনা শুরু হলেই আমরা চনমনে হয়ে উঠব। ”

বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow