Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৫ অক্টোবর, ২০১৬ ১১:৪৬
আপডেট : ৫ অক্টোবর, ২০১৬ ১২:০০
মেয়ে আইসিইউতে, তবুও দেশের জন্য মাঠ ছাড়েননি শামি!
অনলাইন ডেস্ক
মেয়ে আইসিইউতে, তবুও দেশের জন্য মাঠ ছাড়েননি শামি!

ভারতীয় দলের সেরা পেসার মোহাম্মদ শামির ১৪ মাসের শিশু কন্যা আয়রার হঠাৎ খুব জ্বর হয়। কোন রকম ঝুঁকি না নিয়েই ভর্তি করতে হয় কলকাতার একটি হাসপাতালে। অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে, একটা সময়ে আইসিইউ-তে নিয়ে যেতে হয় শামির মেয়েকে।  

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলছে। শামি তার দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই মেয়েকে আইসিইউতে রেখেই মনের মাঝে পাথর বেঁধে দেশের জন্য খেলতে নামলেন শামি। শুধু খেললেনই না, ইডেন টেস্টে ভারতের জয়ে বড় ভূমিকাও রাখলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিলেন ৩টি করে মোট ৬ উইকেট।

স্নেহের সন্তানের নিয়ে যে এত কিছু ঘটে গেছে, সেটা দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে পর্যন্ত জানার কোন উপায় ছিল না শামির। দিনের শেষে শামি যখন পুরো ঘটনা জানলেন তখনও তার ছোট্ট আয়রা আইসিইউ-তেই চিকিৎসাধীন। এমন একটা পরিস্থিতিতে যে কোন বাবা চাইবেন সন্তানের কাছে থাকতে। কিন্তু শামির সেই উপায় ছিল না।  

 

বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow