Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৫ অক্টোবর, ২০১৬ ১৯:৩২
আপডেট :
ভুটানের বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
অনলাইন ডেস্ক
ভুটানের বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত জাতীয় ফুটবল দলে স্থান পেয়েছেন অবসর ভেঙে ফিরে আসা মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি ও এনামুল হক।

আগামী ১০ অক্টোবর থিম্পুতে ফিরতি ম্যাচে স্বাগতিক ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। সে লক্ষ্যে আগামী ৭ অক্টোবরই ভুটানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।

চলমান লীগে দুর্দান্ত খেলা ইব্রাহিম প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেও চূড়ান্ত দলে ঠাই হয়নি। এবারের লীগে দেশি ডিফেন্ডারদের মধ্যে অন্যতম সেরা পারফরমার ইয়াসিন খানও জায়গা পাননি এই স্কোয়াডে। নিষেধাজ্ঞার কারণে ছয় মাস জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

২৩ জনের দলে প্রতিষ্ঠিত ডিফেন্ডার পাঁচজন, ফরোয়ার্ড নয়জন, মিডফিল্ডার ছয়জন।

বৃহস্পতিবার সকালে এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ দল। এই অনুশীলনে যদি কেউ আহত বা ইনজুরিতে পড়েন সে জন্য তিনজনকে স্ট্যান্ডবাই রেখেছেন কোচ।

বাংলাদেশ দল : আশরাফুল রানা, মামুন খান, নেহাল (গোলরক্ষক ), তপু বর্মণ, মামুন মিয়া, রায়হান হাসান, আতিকুর রহমান ফাহাদ, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইমন মাহমুদ, মামুনুল ইসলাম, সোহেল রানা, রুবেল মিয়া, মেহবুব হোসেন নয়ন, এনামুল হক, আব্দুল্লাহ, জুয়েল রানা, জাহিদ হাসান এমিলি, সাখওয়াত রনি, জাফর ইকবাল, মেহবুব হাসান নয়ন ও সোহেল রানা।

স্ট্যান্ডবাই : ইয়ামিন মুন্না, মনসুর আমিন ও মাসুক মিয়া জনি।

বিডি প্রতিদিন/ ০৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow