Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৬ ১২:৩৯
আপডেট : ১০ অক্টোবর, ২০১৬ ১২:৪১
বোল্টের এই প্রেমের কথা আগে জানা ছিল না
অনলাইন ডেস্ক
বোল্টের এই প্রেমের কথা আগে জানা ছিল না

গতিদানব উসাইন বোল্ট ১৩ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। প্রিয় ক্লাবের হয়ে তিনি খেলতেও চান। এসব তথ্য সবার কাছেই রয়েছে। ম্যান ইউ-র ভক্ত কেন বোল্ট? সেই রহস্য উন্মোচন করে বোল্ট জানিয়েছেন, তার ইউনাইটেড প্রেম জেগেছে রুড ফন নিস্তেলরয়ের জন্য। খবর এবেলার।  

কবে প্রথম ইউনাইটেডের খেলা দেখেছিলেন তা মনে নেই বোল্টের। প্রথম যেদিন ম্যান ইউয়ের খেলা দেখতে গিয়েছিলেন, সেদিন তার মনোযোগ কেড়ে নেন নিস্তেলরয়। তার খেলায় এতটাই মুগ্ধ হন যে নিস্তেলরয়ের দলকেই সমর্থন করতে শুরু করে দেন বোল্ট।  

বোল্ট বলেন, নিস্তেলরয় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছিল। আমার হঠাৎই মনে হয় নিস্তেলরয় বাকিদের থেকে আলাদা। তখন থেকেই নিস্তেলরয়ের ফ্যান হয়ে উঠি।  

ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন যে নিস্তেলরয় সেই সময়ে ম্যান ইউ-তে খেলছেন। তা না হলে বোল্ট অন্য ক্লাবের সমর্থকও হয়ে যেতে পারতেন। বোল্ট বলেন, সবচেয়ে মজার ব্যাপার হলো, যে কোনও দলই হতে পারত। সান্ডারল্যান্ড হতে পারত, হতে পারত নিউ ক্যাসলও।

 

বিডি প্রতিদিন/১০ অক্টোবর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow