Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১০ অক্টোবর, ২০১৬ ১৪:৩৬
আপডেট : ১০ অক্টোবর, ২০১৬ ১৪:৪৭
এখনও আলোচনায় তামিম-স্টোকসের সেই মুহূর্ত (ভিডিও)
অনলাইন ডেস্ক
এখনও আলোচনায় তামিম-স্টোকসের সেই মুহূর্ত (ভিডিও)

জ্যাক বলের ক্যাচটি নাসিরের তালুবন্দী হতেই ইংলিশ ইনিংসের পরিসমাপ্তি ঘটে। ২৩৯ রানের টার্গেট দিয়েও ৩৪ রানের সহজে পর প্যাভিলনের পথে পা বাড়ান টাইগাররা। খেলা শেষে দু'দলকে নিয়ম অনুযায়ী করর্মদন করতে হয়। এজন্য প্যাভিলন থেকে করমর্দন করতে এগিয়ে আসেন ইংলিশরাও। আর সেখানেই ঘটে তামিম ইকবাল ও বেন স্টোকসের মধ্যকার সেই ঘটনা। অনেকটা দূর থেকে এসে তামিমকে ধাক্কা মারেন স্টোকস। যা সাকিবের মধ্যস্থতায় মিমাংসা হয়। কিন্তু কি এমন ঘটেছিল যে স্টোকস এমন আক্রমণাত্বক ব্যবহার করলেন তামিমের সঙ্গে।

ভিডিও:


বিডি-প্রতিদিন/১০ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow