Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১১ অক্টোবর, ২০১৬ ১৬:৩২
এবার টাইগারদের হুমকি ইংল্যান্ড কোচের
অনলাইন ডেস্ক
এবার টাইগারদের হুমকি ইংল্যান্ড কোচের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এ সমতা বিরাজ করায় বুধবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ইংল্যান্ডের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল পরিণত হয়েছে। আর এ ম্যাচে মাঠে নামার আগে আজ মঙ্গলবার বাংলাদেশকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলো ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইকেট শিকারের পর টাইগারদের উল্লাসে প্রথমে মাহমুদউল্লাহ-সাব্বিরের দিকে তেড়ে আসেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এরপর ম্যাচ শেষে হাত মেলাতে আসলে তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে।

এবার ইংল্যান্ড কোচ হুমকি দিয়ে জানালেন, `মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকলে তার দল (ইংল্যান্ড) আর ছেড়ে কথা বলবে না। `

ট্রেভর বেলিস বলেন, `ম্যাচ রেফারির প্রতিবেদন তেমন একটা পড়ে দেখিনি। মাশরাফি-সাব্বিরকে জরিমানা আর জসকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমি মনে করি, জস তার নেতৃত্বকে কখনোই অপমানিত হতে দেবে না। তবে প্রতিক্রিয়া নিয়ে আরেকটু সতর্ক হতে হবে। `

বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow