Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৬ ০৩:০৭
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৬ ০৯:৪৭
আফ্রিদিকে ধমক দাউদ ইব্রাহিমের
অনলাইন ডেস্ক
আফ্রিদিকে ধমক দাউদ ইব্রাহিমের

বেশ কয়েকদিন ধরে আফ্রিদির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছেনা জাভেদ মিয়াঁদাদের। আফ্রিদি ও মিয়াঁদাদের মধ্যে চলা ঝামেলায় এবার জড়িয়ে পড়লেন মিয়াঁদাদের বেয়াই  দাউদ ইব্রাহিম।

ফোন করে হুমকি দিলেন আফ্রিদিকে। ঠান্ডা গলায় জানিয়ে দিলেন, মুখ বন্ধ না-রাখলে, ফল ভাল হবে না। দাউদের ধমকে কাজ হয়েছে। দাউদের কথার কোন জবাব দেয়নি আফ্রিদি।

মিয়াঁদাদ বলেছিলেন, আফ্রিদিকে ম্যাচ ফিক্সিং করতে তিনি দেখেছিলেন। আফ্রিদিও মিয়াঁদাদকে আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই রকম পরিস্থিতিতেই আসরে নেমে পড়লেন দাউদ।

জানা গেছে, ১২ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আফ্রিদিকে ফোন করেন দাউদ। তিনি পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যানকে সাফ সাফ জানিয়ে দেন, বেশি কথা বললে কিন্তু ফল খুবই খারাপ হবে। দাউদের ফোনের পরে আফ্রিদিও চুপ করে গেছেন। অজানা আতঙ্কে ভুগছেন তিনি।

বিডি-প্রতিদিন/ ১৫ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow