Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৬ ১৫:৪৯
ধোনির প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ সাক্ষী!
অনলাইন ডেস্ক
ধোনির প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ সাক্ষী!

ভারতের সফলতম ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' জনপ্রিয়তা লাভে সক্ষম হয়েছে। আয়ের দিক দিয়ে এবার একের পর এক রেকর্ড করেছে ছবিটি। ছবিতে তুলে ধরা হয়েছে ধোনির জীবনের অজানা এক কাহিনি।

ক্রিকেটার হিসেবে ততটা জনপ্রিয় হননি ধোনি। তখনই প্রিয়াঙ্কা ঝা নামের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রিয়াঙ্কার সঙ্গেই ঘর করার স্বপ্ন দেখা শুরু করেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় ধোনির জীবন থেকে চিরতরে হারিয়ে যান প্রিয়াঙ্কা। পরে ধোনি বিয়ে করেন সাক্ষী সিং রাওয়াতকে।

'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে ধোনির প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটনি। কেমন করলেন তিনি? ধোনির কি পছন্দ হয়েছে তার অভিনয়? প্রাক্তন প্রেমিকাকে ঠিকঠাক ফুটিয়ে তুলতে পেরেছেন তো দিশা? ধোনির স্ত্রী সাক্ষী ছবিটি দেখে কী বললেন?

দিশা বলেছেন, ধোনি লাজুক প্রকৃতির। নিজেকে গুটিয়ে রাখতেই পছন্দ করেন। ছবিটি দেখে বিশেষ কিছুই বলেননি। ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, ছবিতে আমাকে ভাল লেগেছে। আমার অভিনয়ের তারিফ করেছেন তিনি। আমার মনে হয় ধোনিরও ভাল লেগেছে।

বিডি প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow