২০ অক্টোবর, ২০১৬ ০৯:৪২

পিএসএলে একই দলে সাকিব-তামিম

অনলাইন ডেস্ক

পিএসএলে একই দলে সাকিব-তামিম

ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে। তবে এবার বাড়তি হিসেবে পাশে পাচ্ছেন জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গত বছর সাকিব খেলেছিলেন করাচি কিংসের হয়ে।

বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তামিমকে দলে টেনেছে পেশোয়ার জালমি। প্লেয়ার্স ড্রাফটে সাকিব ছিলেন সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে। আর তামিম ছিলেন তৃতীয় সর্বোচ্চ মূল্যের গোল্ড ক্যাটাগরিতে।

পেশোয়ার জালমির অধিনায়কত্ব করছেন ওয়েস্ট ইন্ডিজের দু'বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। এই দলে আরো খেলবেন শহীদ আফ্রিদি, এউইন মরগান, অ্যালেক্স হেলস, মোহাম্মদ হাফিজের মতো খেলোয়াড়েরা।

পেশোয়ার জালমি দল:
বিদেশিদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিসের ড্যারেন স্যামি (অধিনায়ক), বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল।, ইংল্যান্ডের এউইন মরগান, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস এবং আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইফতেখার আহমেদ, হারিস সোহেল, হাসান আলী, মোহাম্মদ আসগর, ইরফান খান শাহজাদ মোহাম্মদী ও খুশিদিল শাহ। 

সূত্র: ক্রিকেট ডট কম এইউ


বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর