২০ অক্টোবর, ২০১৬ ১১:০৮

সাকিব-মিরাজের ঘূর্ণিতে বিপর্যয়ে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

সাকিব-মিরাজের ঘূর্ণিতে বিপর্যয়ে ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে পড়েছেন ইংলিশরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ রান তুলতেই দুই ওপেনারসহ তিন ব্যাটসম্যানকে হারিয়েছে সফরকারীরা।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ও অভিষিক্ত ব্যাটসম্যান বেন ডাকেট। তবে স্পিনার মিরাজের সামনে সুবিধা করতে পারেনি ওয়ানডেতে প্রভাব বিস্তার করা ডাকেট। দলীয় ১৮ রানে তাকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম আনন্দের উপলক্ষ এনে দেন অভিষিক্ত এই স্পিনার।

পরের ওভারেই বর্তমান সময়ের সেটা টেস্ট ব্যাটসম্যান কুককে ৪ রানে ফিরেয়ে দেন সাকিব। তিন রান পার হতেই আবারও আঘাত হানেন মিরাজ। এবার এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে গ্যারি ব্যালান্সকে সাজঘরে পাঠান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক।

এদিকে, টাইগারদের হয়ে এই ম্যাচের মধ্য দিয়ে তিন ক্রিকেটারের সাদা পোশাকে অভিষেক ঘটলো। কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানের মাথায় উঠেছে টেস্ট ক্যাপ।

বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর