২১ অক্টোবর, ২০১৬ ০২:১৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে আর্জেন্টিনা, ব্রাজিলের উন্নতি

অনলাইন ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে আর্জেন্টিনা, ব্রাজিলের উন্নতি

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের র‌্যাংকিং প্রকাশ করেছে। ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৬২১। এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। তাদের বর্তমান পয়েন্ট ১৪৯৫। র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলেরও উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে তারা রয়েছে তৃতীয় অবস্থানে। 

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। সেলেকাওদের এমন দারুণ ফল কাজে দিয়েছে র‌্যাংকিংয়ে। শীর্ষ তিন নম্বরে চলে এসেছে নেইমার বাহিনী। একধাপ এগিয়ে তাদের অর্জিত পয়েন্ট ১৩২৩।

আর্জেন্টিনা-ব্রাজিলের মাঝে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ১৩৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জার্মানরা। একধাপ উন্নতিও করেছে জোয়াকিম লো’র শিষ্যরা। আর দুই ধাপ পিছিয়ে বেলজিয়াম (১৩৬৯ পয়েন্ট) রয়েছে চতুর্থ অবস্থানে। এক ধাপ পিছিয়ে কলম্বিয়া (১৩২৩ পয়েন্ট) রয়েছে পঞ্চম অবস্থানে।

চিলি তাদের ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে। এক ধাপ এগিয়ে ফ্রান্স রয়েছে সপ্তম অবস্থানে। এক ধাপ পিছিয়ে পর্তুগাল রয়েছে অষ্টম অবস্থানে। নবম স্থান ধরে রেখেছে উরুগুয়ে। এক ধাপ এগিয়ে দশম অবস্থানে আছে স্পেন।

বাংলাদেশ আগের অবস্থান থেকে নেমে গিয়ে ১৮৮তম স্থানে জায়গা পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৮। ৭৫ পয়েন্ট থেকে দুই পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট এখন ৭৩.০৭।

 

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর