২৩ অক্টোবর, ২০১৬ ২০:২২

অভিষেকে সাব্বিরের রেকর্ড

অনলাইন ডেস্ক

অভিষেকে সাব্বিরের রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে ৫৯ রানে অপরাজিত থাকার মধ্য দিয়ে নতুন এক রেকর্ডে নাম লেখিয়েছেন সাব্বির রহমান। অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করা প্রথম টাইগার ব্যাটসম্যান তিনি। এর আগে এমন কীর্তি গড়তে পারেননি কেউই।

ওয়ানডে দলের নিয়মিত মুখ সাব্বির রহমান ইতিমধ্যে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর গত ২০ অক্টোবর টেস্ট একাদশে প্রথমবারের মতো নাম লেখান মারকুটে এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আশার প্রতীক হয়ে আছেন তিনি।  প্রথম ইনিংসে ১৯ রানে বিদায় নিলেও, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন সাব্বির। ম্যাচের চতুর্থ দিন হাফ-সেঞ্চুরি তুলে দিন শেষে ৫৯ রানে অপরাজিত তিনি। দলের ভীষণ প্রয়োজনের সময় ৯৩ বলের সময়োপযোগী সেই ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিন শেষে জয়ের বন্দর থেকে মাত্র ৩৩ রান দূরে বাংলাদেশ। হাতে আছে দুই উইকেট। তাই আগামীকাল সকালে দুই টেলএন্ডারকে নিয়ে কতদূর নিয়ে যেতে পারেন সাব্বির সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী।


বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর