২৩ অক্টোবর, ২০১৬ ২১:৪৫

এখনও জয় দেখছেন হাথুরুসিংহ

অনলাইন ডেস্ক

এখনও জয় দেখছেন হাথুরুসিংহ

শেষ দিনে দুই টেলএন্ডারকে নিয়ে ৩৩ রান তোলাটা কঠিন, তারপরও অসম্ভব মনে করছেন না কোচ চন্দিকা হাথুরুসিংহে। তার মতে, পঞ্চম দিন ১০-১৫ ওভার ব্যাটিং করা সম্ভব হলে চট্টগ্রাম টেস্ট বাংলাদেশই জিতবে।

রবিবার চতুর্থ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা হাথুরুসিংহে বলেন, “তাড়াহুড়ার কিছু নেই। আমাদের হাতে এখনও ৯০ ওভার রয়েছে।  আগামীকাল ১০-১৫ ওভার ব্যাট করতে পারলে আমরা লক্ষ্যে পৌঁছে যাব।''

টেস্টের চতুর্থ দিনে মুশফিকুর রহিম সাজঘরে ফেরার আগ পর্যন্ত বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল চট্টগ্রাম টেস্ট। তবে এরপর দ্রুত মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বিকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে, তাইজুল ইসলামকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদে কাটিয়ে দেন সাব্বির। কাল আবারও তাইজুলকে নিয়ে মাঠে নামবেন আশার প্রতীক হয়ে ক্রিজে থাকা সাব্বির রহমান।

কিন্তু ফল যাই হোক শিষ্যদের প্রচেষ্টার প্রশংসা করেছেন কোচ। হাথুরুসিংহ বলেছেন, “ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনেও আমরা ম্যাচে আছি এতে আমি খুশি। ”

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর