২৪ অক্টোবর, ২০১৬ ১৩:৫০

শচীন-পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন ধোনি

অনলাইন ডেস্ক

শচীন-পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন ধোনি

ভারতের হয়ে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডেতে রবিবার ৬ চার আর ৩ ছয়ে ৮০ রানের মূল্যবান এক ইনিংস খেলেন ধোনি। আর ওই তিন ছয়ে তিনি ভেঙে দেন লিটল মাস্টারের ছক্কার রেকর্ড।

ভারতের হয়ে সর্বোচ্চ ১৯৫টি ছয়ের রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ছয় হাঁকানোয় ধোনির ছক্কার সংখ্যা এখনও ১৯৬টি।

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন ধোনি। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের (১২৩টি)। গতকালের ম্যাচের পর ওয়ানডেতে ধোনির ছাক্কার সংখ্যা এখনও সর্বোচ্চ  ১২৫টি।

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর