২৪ অক্টোবর, ২০১৬ ১৭:০৬

বাংলাদশের লড়াইয়ে মুগ্ধ কুক

অনলাইন ডেস্ক

বাংলাদশের লড়াইয়ে মুগ্ধ কুক

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ইংল্যান্ড। বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামের কঠিন কন্ডিশনে ইংলিশদের বিপক্ষে সমানে সমানে লড়াই করেছে বাংলাদেশ। তিনি ভাবেননি ম্যাচটা পঞ্চমদিন পর্যন্ত গড়াবে। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পেরে স্বস্তিতে ইংলিশ এই অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কুক বলেন, 'আমি মনে করেছিলাম ২৮০ রান যথেষ্টই হতে যাচ্ছে আমাদের জন্য। কিন্তু ভাবতে পারিনি বাংলাদেশ আমাদের এত কাছাকাছি চলে যাবে। বিশেষ করে ওরা আমাদের স্পিন যেভাবে সামলে খেলেছে, সেটি ছিল রীতিমত চোখে লাগার মতো। আমি বাংলাদেশের পারফরমেন্সে সত্যি মুগ্ধ হয়েছি'

কুক এই জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নিতে না পারার ব্যার্থতাকে। আর এই ব্যাপারটাই আসলে এই ম্যাচের ভবিষ্যত গড়ে দিয়েছিল বলে মনে করেন কুক। ইংলিশ অধিনায়ক বলেন, 'তৃতীয় দিন শেষে ওদের পাঁচ উইকেট ছিল। তারা যদি ৭০-৮০ রানের লিড নিত তাহলে কঠিন হয়ে যেত আমাদের জন্য। যাই হোক ভাগ্য আমাদের সহায় ছিল। আমাদের সে পরিস্থিতিতে পড়তে হয়নি। উল্টো আমরাই লিড পেয়েছিলাম। এটাই এ ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।'

পুরো ম্যাচে স্পিন দিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের কোণঠাসা করে রাখে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ব্যাট হাতেও চোখ রাঙিয়েছে ইংলিশদের তারা। জয়টাও খুব কাছেই চলে এসেছিলো। পঞ্চম দিনে খেলা শুরু করা বাংলাদেশের দরকার ৩৩ রান আর হাতে ছিল ২ উইকেট। কিন্তু সেই ৩৩ রান তুলতে পারেনি টাইগাররা। মাত্র ১০ রান করেই থেমে যায় তারা।

 

বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর,২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর