শিরোনাম
২৫ অক্টোবর, ২০১৬ ২১:২৪

বার্সায় এমএসএন ত্রয়ীর ২ বছর

অনলাইন ডেস্ক

বার্সায় এমএসএন ত্রয়ীর ২ বছর

ফুটবল বিশ্বের সময়ের আলোচিত তিন নাম আর্জেন্টিনার লিওনেল মেসি, উরুগুয়ের লুইস সুয়ারেজ ও ব্রাজিলের নেইমার। প্রত্যেকে নিজ দলের সেরা তারকাও। আবারও তিনজনই লাতিন আমেরিকার। দলগত ভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও ক্লাব বার্সেলোনায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের গোলে সহায়তা করে থাকেন। যে কারণে বিশ্ব ফুটবলে তারা এমএসএন ত্রয়ী নামেই পরিচিত। ২০১৪ সালের ঠিক এই দিনটিতে তাদের পরস্পর দেখা হয়েছিল বার্সার জার্সিতে।

এরপর কেটে গেছে দুটি বছর। এই সময়ে বার্সেলোনা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে মোট ৩৬৭ বার। যার মধ্যে এমএসএনই করেছে ২৬৪টি। এর মধ্যে ১৬টি ম্যাচ ছিল, যেগুলোতে তিনজনই গোল পেয়েছেন। সেই গোলগুলোর যোগফল হিসেব করলে দাঁড়ায় ৭২টি। এমএসএন ত্রয়ী মাঠে ছিল এমন ম্যাচগুলোর মধ্যে বার্সা  ৮১.৩ ভাগ ম্যাচই জিতেছে।

২৬৪ গোলের মধ্যে মেসিই করেছেন সবচেয়ে বেশি ১০৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬টি গোল করেছেন সুয়ারেজ। অন্যদিকে, নেইমার করেছেন ৬৬টি। আবার তিনজন একে অপরকে কিংবা সতীর্থদের যে সহযোগিতা করেছেন সেটাও ঈর্ষনীয়। গত দুই বছরে সবচেয়ে বেশি ৪৮টি গোলে সহযোগিতা করেছেন সুয়ারেজ। মেসি করেছেন ৪৭টি এবং নেইমার করেছেন ৩৪টি।

বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর