২৬ অক্টোবর, ২০১৬ ১৪:১৩

ভারত বধে ইংল্যান্ডের অস্ত্র সাকলাইন মুশতাক

অনলাইন ডেস্ক

ভারত বধে ইংল্যান্ডের অস্ত্র সাকলাইন মুশতাক

বাংলাদেশের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতের সফরে যাবে ইংল্যান্ড। বাংলাদেশের মতো টেস্টে টিম ইন্ডিয়ার মূল শক্তি স্পিন। কিন্তু বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে ইংলিশরা যেভাবে নাকানি চুবানি খেয়েছে, তাতে ভারত সিরিজে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে আগেই সতর্ক করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। এবার টনক নড়েছে ইংলিশ ক্রিকেট বোর্ডের। তাই ভারত বধের আশায় স্পিন পরামর্শক হিসেবে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাককে নিয়োগ দিয়েছে ইসিবি।

এর আগেও বেশ কয়েকবার ইংল্যান্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলাইন। তবে এবার মাত্র দুই সপ্তাহের জন্য নিয়োগ পাচ্ছেন পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার।

আগামী ১ নভেম্বর থেকেই ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিবেন সাকলাইন। ভারতের সম্ভাব্য স্পিন-সহায়ক পিচে ইংলিশ স্পিনারদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি ব্যাটসম্যানদেরও কিভাবে স্পিন মোকাবিলা করতে হয় এ ব্যাপারে সাহায্য করবেন।

বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর