২৭ অক্টোবর, ২০১৬ ১৩:০৩

'পাকিস্তান নিরাপদ নয়'

অনলাইন ডেস্ক

'পাকিস্তান নিরাপদ নয়'

ফাইল ছবি

দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার জানিয়েছেন, 'এই মুহূর্তে কোনো বিদেশি দলকে আমন্ত্রণ জানানো ঠিক হবে না।'

কুয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট ও দুই সেনা সদস্য নিহত হওয়ার দুইদিন পরে এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শোয়েব বলেন, 'পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন মোটেই অনুকূলে নেই। এই ঘটনায় ১৭০ জন আহত হয়েছেন।'
 
জিও নিউজ চ্যানেলে এক সাক্ষাতকারে শোয়েব বলেছেন, ‘নিরাপত্তা প্রশ্নে দেশে পুরোপুরি স্বাভাবিক অবস্থা বিরাজ না করা পর্যন্ত পাকিস্তান কোনো বিদেশি দলকে আমন্ত্রণ জানানো আমাদের উচিত হবে না। নিরাপত্তা পরিস্থিতি এখন এখানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমি নিশ্চিত পাকিস্তানে একদিন আন্তর্জাতিক ক্রিকেট অবশ্যই ফিরবে। কিন্তু এজন্য কিছু সময়ের প্রয়োজন।’

পুলিশ ট্রেনিং সেন্টারে সন্ত্রাসী হামলার ঘটনার কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান নাজাম শেঠী ঘোষণা দিয়েছিলেন আগামী ফেব্রুয়ারিতে পিএসএল এর দ্বিতীয় আসর লাহোরে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্ট্যান্ডিং কমিটির সভায় শেঠী আরো বলেছেন, পিসিবি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলকে আমন্ত্রণ জানিয়ে বেশ সফলতার সাথেই পাকিস্তানে কয়েকটি ম্যাচ আয়োজন করতে পেরেছে। কিন্তু ওই দুই দলের পাকিস্তান সফরের সময়ই কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যখনই কোনো বিদেশি দলকে পাকিস্তানে আনার ব্যপারে রাজী করানো হয় তখনই এই ধরনের ঘটনা পুরো বিষয়টিকে আবারো পিছিয়ে দেয়।

২০০৯ সালের মার্চে লাহোরে সফরকারী শ্রীলঙ্কান দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো শীর্ষস্থানীয় দল এ পর্যন্ত পাকিস্তান সফরে আসেনি। তবে আফগানিস্তান, কেনিয়া ও জিম্বাবুয়ের মত নীচু সারির দলগুলোকে পাকিস্তানে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/ ২৭ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর