২৮ অক্টোবর, ২০১৬ ০১:২০

মেসির সঙ্গে কখনো বন্ধুত্ব ছিল না রোনালদোর

অনলাইন ডেস্ক

মেসির সঙ্গে কখনো বন্ধুত্ব ছিল না রোনালদোর

চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেও বিবেচনা করা হয় বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাদের সম্পর্ক নিয়ে অনেকেই অনেক ধরণের নেতিবাচক মন্তব্য করে থাকেন। এবার তাদের দুই জনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, " মেসি অবশ্যই আমার চিরপ্রতিদ্বন্দ্বিন্দ্বী। লিওনেল মেসি অবশ্যই একজন প্রতিভাবান ফুটবলার। কিন্তু আমরা বন্ধু নই, তবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল।’

মেসি প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই পুর্তগিজ সুপারস্টার কোচ ম্যাগাজিনকে আরও বলেন, ‘আমার নিজের এবং মেসির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। মিডিয়া যদিও আমাদের দুই জনের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃষ্টি করতে পছন্দ করে, কিন্তু আমরা এর ধারে কাছেও নেই। বিষয়টি এমন নয় যে আমরা দু’জন ভাল বন্ধু। তবে দু’জনই দু’জনকে সম্মান করি।’

লিওনেল মেসি গত এক দশকেরও বেশি সময় ধরে সফলভাবে বার্সেলোনার প্রতিনিধিত্ব করছেন। আর রোনালদো প্রতিনিধিত্ব করছেন রিয়াল মাদ্রিদের। গত আট বছর ধরে মেসি-রোনালদো ব্যালন ডি’অর প্রতিযোগীতায় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুটবলে এখনও তারাই একচেটিয়া রাজত্ব করছেন। এবারের লড়াইয়েও  ব্যতিক্রম নয়। এখন পর্যন্ত আলোচনার শীর্ষে এই দুই ফুটবল তারকা।


বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর