২৮ অক্টোবর, ২০১৬ ০৭:১৩

শেষ টেস্টের জন্য প্রস্তুত মিরপুর

অনলাইন ডেস্ক

শেষ টেস্টের জন্য প্রস্তুত মিরপুর

সন্ধ্যায় বৃষ্টি হলেও রাতে বৃষ্টি না হওয়াটা একটা ভালো খবর ছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য। বৃষ্টি না হবার জন্য মিরপুরের মাঠ এখন শুকনো আছে। মাঠে বৃষ্টির পানি ঠেকাতে যে চাদর বিছানো হয়েছিল সেটিও সরিয়ে নেয়া হয়েছে। বাংলাদেশ ও ইল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। যদিও শুক্রবার বৃষ্টি হবার সম্ভাবনা থাকার পরেও বাংলাদেশ ও ইংল্যান্ড দু’দলই মাঠে নামতে প্রস্তুত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

 সন্ধ্যা রাতের বৃষ্টি শেষে মাঠ ঘুরে দেখা যায় যে মাঠে যে চাদর বিছানো হয়েছিল তাতে বেশ পানি জমেছে। রাত ৯ টার দিক থেকে বৃষ্টি ছিটাফোটাও আর না থাকায় ঘাসের উপর থেকে সরিয়ে নেয়া হয় বিছানো পর্দা। এখন মাঠ শুকাচ্ছে। প্রস্তুত হচ্ছে সকালের ম্যাচের জন্য জন্য। মাঠের ভেতরে সার্বক্ষণিক বৃষ্টির পানি সরিয়ে দেয়ার জন্য ছোটাছুটি করছেন কয়েকজন মাঠকর্মী।
 
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে মিরপুর স্টেডিয়ামের আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও বৃষ্টি হচ্ছে না। মাঠের বাইরে ভেজা রাস্তা ও কোথাও কোথাও জমে থাকা পানি সরছে।

 

বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর