২৮ অক্টোবর, ২০১৬ ১১:২৯

তামিমের দুর্দান্ত অর্ধশতক

অনলাইন ডেস্ক

তামিমের দুর্দান্ত অর্ধশতক

ফাইল ছবি

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল টেস্ট ক্যারিয়ারে ২০তম অর্ধশতকের দেখা পেলেন। শুক্রবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঝর তুলে সাতটি চারের সাহায্যে এ অর্ধশতকের কোটা পার করলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সতর্ক তামিম নিজের প্রথম রান নেন ২০তম বলে। ধীরে শুরু করলেও দ্রুতই খোলস ছেড়ে বের হন তামিম। টেস্টে ক্যারিয়ারের ৪৪ ম্যাচে ৮৩তম ইনিংসে এসে ২০তম অর্ধশতকের দেখা পেলেন তিনি। আর তা ছুঁতে এই বাঁহাতির লাগে মাত্র ৬০ বল।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ৭ টেস্টের ১২ ইনিংসে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত। এছাড়া ইংলিশদের বিপক্ষে দুটি সেঞ্চুরিও রয়েছে টাইগার এই ব্যাটসম্যানের।

এ রিপোর্ট লেখা লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯০ রান। তামিম ইকবাল (৫৮) এবং মুমিনুল হক (২৬) উইকেটে রয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয় সফরকারী ইংল্যান্ড আর স্বাগতিক বাংলাদেশ।

বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর