২৮ অক্টোবর, ২০১৬ ১৬:৫২

বল হাতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা

অনলাইন ডেস্ক

বল হাতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটি ছিলা নানা নাটকীয়তা আর রেকর্ডে ভরপুর। আজকের এই টেস্টটির মাধ্যমেই ক্যারিয়ারের ৫০তম টেস্টটি খেলছেন মুশফিক। দলের হয়ে মুমিনুল তুলে নিয়েছেন দেড় হাজার রান। এই টেস্টেই তামিম নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন।

কিন্তু অপূর্ণতাও কম নয়। মাত্র এক উইকেটেই ১৭০ রান তুলে দুর্দান্ত অবস্থানে থাকা টাইগাররা সেঞ্চুরিয়ান তামিমের আউটের মাধ্যমেই যেন হারিয়ে ফেলে সবটুকু প্রাণশক্তি। শেষ ৪৯ রানেই নয় উইকেট পড়েছে বাংলাদেশের। রান সংখ্যা মাত্র ২২০।

জবাবে মাঠে নেমেই ১০.২ ওভারে ৪২ রান নিয়েই তিন উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ২৬ রান দিয়ে মেহেদী হোসেন মিরাজ নিয়েছেন দুই উইকেট। ২১ রান খরচ করে এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ম্যাচে সাকিবের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন বেন ডাকেট (৭)। মিরাজের এলবিডাব্লিউর শিকার হয়ে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক (১৪)। এরপর মেহেদী দ্বিতীয় শিকার বানান গ্যারি ব্যালান্সকে (৯)।

 

বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর