৯ নভেম্বর, ২০১৬ ০৮:৫৫

মার্কিন প্রেসিডেন্টদের খেলার সরঞ্জাম নিলামে

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টদের খেলার সরঞ্জাম নিলামে

২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে নিয়মিতই গলফ খেলতেন বারাক ওবামা। কিন্তু এখন আর সুযোগ করে ওঠতে পারেন না। অবশ্য খুব শিগগির তিনি ছুটি পেতে যাচ্ছেন। আমেরিকা এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত। তখন হয়তো আবারও পুরনো অভ্যেসে মেতে ওঠবেন। তবে ওবামা সময় না পেলেও মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রেসিডেন্ট হওয়ার পরও নিয়মিত গলফ খেলতেন। আরেক প্রেসিডেন্ট জর্জ হাওয়ার্ড বুশও ছিলেন কেনেডির কাতারে।

বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের ওপর স্বভাবতই অনেক চাপ থাকে। সেই চাপ থেকে কিছুক্ষণের নিষ্কৃতির জন্যই গলফ খেলতেন তারা। এবার তাদের ব্যবহার্য গলফ খেলার সরঞ্জাম নিলামে তুলেছে ম্যসাচুসেটসের বোস্টন ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আর আর অকশন। গলফের প্রতি তীব্র ভালোবাসার স্বীকৃতি হিসেবে বিশ্ব গলফের হল অব ফেমে আজীবন সম্মননা পান বুশ। নিলামের মূল আকর্ষণ বুশের নামাঙ্কিত গলফ সরঞ্জাম।   

 

বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর