১২ নভেম্বর, ২০১৬ ১৫:৫৮

চিন্তিত নন আর্জেন্টিনার কোচ

অনলাইন ডেস্ক

চিন্তিত নন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউসা

ব্রাজিলের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে হেরে গেছে আর্জেন্টিনা। কিন্তু এই হারের পরেও আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউসা আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না। সে সঙ্গে তিনি মনে করেন রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতরানোর বিষয়টি এখনও তাদের নিজেদের হাতে আছে।

বাউসা বলেন, “আমরা জানি যে বাছাইপর্ব উতরানো আমাদের উপর নির্ভর করছে। এখনও সবকিছু শেষ  হয়ে যায়নি৷’’ ব্রাজিলের খেলোয়াড়দের বেশি জায়গা দিয়ে ফেলার ভুলকেই হারের কারণ মনে করেন আর্জেন্টিনা কোচ৷ আমাকে ঝুঁকি নিতে হতো। ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের আমরা অনেক বেশি জায়গা দিয়েছি৷ তাই আমাদের হারতে হল৷’’

আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর বাছাইপর্বে টানা চার ম্যাচে জয়হীন থাকা আর্জেন্টিনা ১৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। বিশ্বকাপ বাছাইপর্বে পরের ম্যাচে দেশের মাটিতে আগামী বুধবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা৷ ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কলম্বিয়া। সেক্ষেত্রে কলম্বিয়াকে হারাতে পারলেই ফের দৌড়ে ফিরবেন মেসিরা৷

 

বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর