২৬ নভেম্বর, ২০১৬ ১৪:১৮

ইংল্যান্ডের চ্যালেঞ্জের নাম কোহলি

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের চ্যালেঞ্জের নাম কোহলি

সংগৃহীত

রাজকোটে প্রথম টেস্টে জয়ের পথেঈ ছিল ইংল্যান্ড। কিন্তু অধিনায়ক ভিরাট কোহলির কারণে জ়য় থেকে হয় ড্র। বিশাখাপত্তমে হারলেও খেলেছে ইস্পাত কঠিন মানসিকতায়। আজ থেকে মোহালিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টেও নিজেদের উজাড় করে খেলতে চায় ইংল্যান্ড। 

তৃতীয় টেস্ট জিততে মরিয়া হয়ে উঠেছে ইংল্যান্ড। তাই তারা একাদশে এনেছে তিনটি পরিবর্তন। চোট পাওয়া স্টুয়ার্ট ব্রডের জায়গায় ফিরছেন ক্রিস ওকস। বেন ডাকেটের বদলে খেলবেন জস বাটলার। আর অসুস্থ জাফর আনসারির পরিবর্তে দেখা যেতে পারে গ্যারেথ ব্যাটি অথবা চতুর্থ কোনো পেসারকে।

এদিকে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়া বেশ নির্ভার অধিনায়ক ভিরাট কোহলি।  ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডকে খোঁচা দিলেন বাটলারের মতো প্রতিভাবানকে এত পরে একাদশে আনায়, ‘আমি তো ভেবেছিলাম আরো আগে থেকে খেলবে বাটলার। ভয়ংকর ব্যাটসম্যান ও। আমরা ইংল্যান্ডের পরিকল্পনা, টস কিংবা পিচ নিয়ে ভাবছি না। মোহালিতেও খেলতে চাই নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট।’

অধিনায়ক বিরাট কোহলি দুই টেস্টের চার ইনিংসে করেছেন ৩৩৭ রান। তাকে দ্রুত না ফেরালে টেস্ট জেতাটা যে কঠিন হয়ে যাবে বলে মনে করেন ইয়ান বোথাম, মাইক আথারটনের মতো সাবেক অধিনায়করা। তাঁকে মানসিকভাবে চাপে ফেলতেই হয়তো ব্রিটিশ সংবাদমাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছে বল টেম্পারিংয়ের খবর। 

তবে এ নিয়ে বেশ খুশি মনে হল কোহলিকে।  ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়ে তিনি বলেন , ‘আমি পত্রিকা পড়ি না, এ জন্য এসব নিয়ে মাথাও ঘামাই না। কেউ হয়তো চেষ্টা করছে সিরিজের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে। তাদের জন্য শুভ কামনা রইল।’

মোহালির শুকনো খটখটে উইকেটে সবুজের ছিটেফোঁটা নেই। তার পরও জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস, বেন স্টোকসদের শর্ট বল নিজেদের সেরা অস্ত্র ভাবছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তিনি বলেন, ‘রাজকোটে টানা বাউন্স করিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছিল ওকস। আশা করব মোহালির উইকেটেও বাউন্স থাকবে। আর মঈন আলী, আদিল রশিদদের মতো স্পিনাররা তো সেরাটা করে চলেছে নিজেদের। বাটলার লাল বলে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি তেমন। ওর জন্যও চ্যালেঞ্জের হতে যাচ্ছে এই টেস্ট।’

 


বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর