২ ডিসেম্বর, ২০১৬ ২০:২৬

বার্সার হয়েও খেলতে পারতেন রোনালদো!

অনলাইন ডেস্ক

বার্সার হয়েও খেলতে পারতেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো তখন ১৮ বছরের টগবগে তরুণ। তখন তিনি খেলেন পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে। এই টিনএজ ফরোয়ার্ড তখন ম্যানইউতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু তখনই বার্সেলোনা ঠিক করেছিল, তারা রোনালদোকে নিয়ে আসবে তাদের নিজেদের ক্লাবে।

রোনালদোকে আনতে কাতালানরা ১৭ মিলিয়ন ট্রান্সফার ফি দিতে চেয়েছিল। কিন্তু তারা তখন সফল হতে পারেননি। কারণ ম্যানইউ তার চেয়ে বেশি অর্থ দিয়ে তাকে নিয়ে আসে ওল্ডট্রাফোর্ডে।

এতদিন পর এই তথ্য ফাঁস করলেন বার্সার সাবেক প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত তিনি বার্সেলোনার প্রেসিডেন্ট ছিলেন।

লাপোর্তা বলেন, ‘আমরা তখন বার্সাকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। রোনালদিনহোকে তখনই সই করাই। খেলোয়াড়দের এজেন্ট আমাদের জানায়, ক্রিশ্চিয়ানো রোনালদো নামে একজন সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে। বার্সা চাইলে তাকে নিতে পারে। আমরা তার সম্পর্কে জানতাম। এজেন্ট আমাদের ম্যানইউর চেয়ে দুই মিলিয়ন ইউরো কমে তাকে এনে দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ম্যানইউ ১৯ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে তাকে কিনে নেয়।’


বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর