৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৬

টানা ষষ্ঠবার বর্ষসেরা বোল্ট

অনলাইন ডেস্ক

টানা ষষ্ঠবার বর্ষসেরা বোল্ট

রেকর্ড ষষ্ঠবারের মতো আইএএএফ বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতলেন 'স্প্রিন্ট কিং' উসাইন বোল্ট। অপরদিকে, মহিলাদের বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতলেন রিও অলিম্পিকে ১০ হাজার মিটারে স্বর্ণজয়ী ইথিওপিয়ার ২৫ বছর বয়সী আলমাজ আয়ানা।  রিও দে জেনেইরো অলিম্পিকে ১০ হাজার মিটারে ২৩ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন আয়ানা। 

পুরস্কার হাতে নিয়ে ৩০ বছর বয়সী বোল্ট বলেন, মনে হচ্ছে আমি এখন স্টেডিয়ামের মধ্যে হাঁটছি। প্রতিযোগিতায় নামতে সব সময়ই পছন্দ করি। আমার লক্ষ্যই থাকে নিজেকে সেরার সেরা করা।’ ২০০৮, ২০০৯,২০১১, ২০১২ ও ২০১৩ সালে এই পুরস্কার জিতেছিলেন বোল্ট। রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ জেতেন তিনি। আগামী বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের পর অবসর নেবেন বোল্ট।

 

বিডি-প্রতিদিন/ ০৩ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

সর্বশেষ খবর