শিরোনাম
৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:২১

যে বোলারকে ভয় পেতেন শচীন!

অনলাইন ডেস্ক

যে বোলারকে ভয় পেতেন শচীন!

হ্যান্সি ক্রোনিয়ে

ক্রিকেট ইতিহাসে সেরা বোলারের তালিকা করতে হলেই চলে আসে ‌ওয়াসিম আকরাম, অ্যালান ডোনাল্ড, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মুতিয়া মুরালিধরনের কথা। কত বাঘা বাঘা বোলারকেই না সামলেছেন সচীন টেন্ডুলকার। কিন্তু শচীন টেন্ডুলকার যে বোলারের বল খেলতে ভয় পেতেন তিনি এদের কেউ নন। যদি পঞ্চাশটা বোলারের নাম বলতে বলা হয়, তাও সেই নামটা আসবে না। কেননা সেই বোলারের নাম হ্যান্সি ক্রোনিয়ে। 

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক টেস্ট ক্রিকেটে উইকেট নিয়েছেন মাত্র ৪৩। তাই শচীন যে তার নাম করে বসবেন, অনেকেই তা ভাবতে পারেননি। দিল্লিতে লিডারশিপ সামিটে বক্তব্য রাখছিলেন শচীন। সেখানে তিনি টেনে আনেন ক্রোনিয়ের নাম। 

তিনি জানালেন, "যখনই হ্যান্সি বল করতে আসত, মনে হত এই বুঝি আউট হয়ে গেলাম। এমনকি যখন আমি সেট অবস্থায় ব্যাট করতাম, তখনও তাই মনে হত।"‌ 

টেস্টে ক্রোনিয়ের বলে ৫ বার আউট হয়েছেন শচীন। মুরলির বলে ৭ বার, ম্যাকগ্রা ও গিলেসপির বলে ৬ বার আউট হয়েছেন তিনি। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠে আসে ক্রোনিয়ের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আজীবন নির্বাসিত করা হয় ক্রিকেট থেকে। ২০০২ সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান ক্রোনিয়ে। 


বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-২০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর