শিরোনাম
৪ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪২

এখনও স্বপ্ন বেঁচে আছে রংপুরের

অনলাইন ডেস্ক

এখনও স্বপ্ন বেঁচে আছে রংপুরের

জয় পেলে সরাসরি শেষ চারে উঠে যেত রংপুর রাইডার্স। তবে সেটা না হওয়া এখনও ঢাকা ও খুলনার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে নাঈম-আফ্রিদিদের। রবিবার দুপুরে বিপিএলে নিজেদের শেষ ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরেছে শঙ্কায় পড়ে গেছে রংপুর রাইডার্সের পরবর্তী পর্বে উঠা। যদিও তালিকায় ১২ পয়েন্ট ৪ দলের। এর মধ্যে নেট রান রেটে এগিয়ে যথাক্রমে চিটাগং ও রাজশাহী ও রংপুর। সমান ১২ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে খুলনা টাইটানস। যদিও মাহমুদুল্লাদের এখনও একটি ম্যাচ বাকি। রাতের সেই ম্যাচে জয় পেলে দ্বিতীয় হয়ে শেষ চার নিশ্চিত হবে খুলনার। হেরে গেলে সুযোগ পাবে রংপুর।

অন্যদিকে, শুরু থেকে পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও টানা চার জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ৬ নম্বরে থেকে এবারের বিপিএল শেষ করেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর প্রথম চারের ম্যাচে তিনটিতে জয় দিয়ে বিপিএল শুরু করা সেই বরিশাল বুলস এখনও পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে।

বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর