৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:৫৭

উড়ন্ত বাজপাখির ভূমিকায় রোনালদো!

নিজস্ব প্রতিবেদক

উড়ন্ত বাজপাখির ভূমিকায় রোনালদো!

ছবিতে তাকে দেখে মনে হচ্ছে উড়ন্ত বাজপাখি বা দক্ষ জিমন্যাস্টিক। ‘‌এল ক্লাসিকো’‌ এর পর ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই তিনি হাজির জিমে। বলসিলাম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা।

ইনস্টাগ্রামে ‘‌এল ক্লাসিকো’‌র পর যে ছবি পোস্ট করলেন তিনি, তা যেন সেই সব সমালোচকদের উদ্দেশ্যে, যারা ফুটবলার রোনালদোকে মনে না রেখে, কুৎসিত কটাক্ষ করার অজুহাত খুঁজে বেড়ান।‌ তাদের সবার কটাক্ষের নিঃশব্দে জবাব দিলেন এই সি আর সেভেন। 

ছবিতে দেখা যাচ্ছে, লোহার একটি অর্ধডিম্বাকৃতি বলের ওপর এক পায়ে দাঁড়িয়ে রোনাল্ডো। আরেক পা শূন্যে। ডান হাত দিয়ে ধরে রেখেছেন ডান পাটি। বাঁ হাত হাওয়ায় ভাসছে। রোনালদো যেভাবে দাঁড়িয়ে আছেন, তাতে তার বাঁ পায়ের পেশি ফুলে উঠেছে। কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকলেও, ভারসাম্য যে তিনি হারাচ্ছেন না, তা ছবি দেখলেই বোঝা যায়। এক মুহূর্তের জন্যও তিনি যে আলসেমি দেন না, তা তার মানসিকতাতেই পরিষ্কার। তাই বোধহয়, সাফল্য এভাবে বারেবারে ধরা দেয় তার জীবনে। ‌‌


বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর