৬ ডিসেম্বর, ২০১৬ ১৫:০৪

বিপিএলে এক হাজার রানের ক্লাবে তামিম

অনলাইন ডেস্ক

বিপিএলে এক হাজার রানের ক্লাবে তামিম

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রানের ক্লাবে নাম লেখালেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। অনন্য এই মাইলফলকটি স্পর্শ করতে তামিমের প্রয়োজন ছিল ২৫ রান। যা এলিমিনেটর ম্যাচে এসে রাজশাহী কিংসের বিপক্ষে তুলে নিলেন এই তারকা ওপেনার।

এর আগে হাজার ক্লাবে নাম লেখান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলে ফাইনালে উঠার মিশনে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে তামিমের চিটাগং ভাইকিংস।

হাজারি রানের ক্লাবে নিজের নাম লেখানোর দিন মারকুটে তামিমের প্রথম বাউন্ডারির দেখা পেতে দেখতে হয়েছে ১০টি বল। দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের অফ স্ট্যাম্পের বাইরে থাকা পঞ্চম বলটি কিছুটা ব্যাক ফুটে গিয়ে ঠেলে দিয়েই তুলে নেন প্রথম বাউন্ডারি।

এভাবেই বেশ সতর্কে ২৫ রান তুলে নিয়ে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম। আর এই ২৫ রান করতে তিনি মোকাবেলা করেছেন ২৫টি বল। যেখানে চারের মার ছিল ৪ টি।

বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর