৯ ডিসেম্বর, ২০১৬ ১৭:২২

সৌরভ গাঙ্গুলির পাশে দুরন্ত ওয়ার্নার

অনলাইন ডেস্ক

সৌরভ গাঙ্গুলির পাশে দুরন্ত ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ওয়ানডে ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে দারুণ একটা বছর কাটালেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই শতক হাঁকিয়ে  এক বছরে সবচেয়ে বেশি শতক করার রেকর্ডে তিনি ছুঁয়ে ফেলেছেন সৌরভ গাঙ্গুলিকে। তার সামনে এখন শুধু সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

এ বছর ওয়ার্নার খেলেছেন মোট ২৩টি ওয়ানডে। এর মধ্যে শতক করেছেন সাতটিতেই। ২০০০ সালে ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলিও করেছিলেন সাতটি শতক। আর টেন্ডুলকার ১৯৯৮ সালে করেছিলেন নয়টি শতক। 

২০১৬ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার কৃতিত্বটিও ওয়ার্নারের। ২৩টি ওয়ানডেতে তাঁর সংগ্রহ এক হাজার ৩৮৮ রান। সাতটি শতকের পাশাপাশি আছে চারটি অর্ধশতকও। এ বছর ওয়ার্নারের ব্যাটিং গড়টাও গেছে ঈর্ষণীয় পর্যায়ে। ৬৩.০৩।

এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটিও আছে ভারতের কিংবদন্তি টেন্ডুলকারের দখলে। ১৯৯৮ সালে ‘লিটল মাস্টার’ ৩৪টি ওয়ানডে খেলে করেছিলেন এক হাজার ৮৯৪ রান।


বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর